Pages

Sunday, January 17, 2016

Bdjobs-শাহীন শিক্ষা পরিবার

**Company Name:শাহীন শিক্ষা পরিবার
**Job Title:শ্রেণী পরিচালক
**No of Vacancies:
**Job Level: Entry
**Job Type: Full Time
**Work Location:Dhaka.
**Work Experience:N/A
**Desired Education:স্ব স্ব বিষয়ে অনার্স অথবা মাস্টার্স পাশ।
**Job Description:
**বিষয়: ইংরেজি/ গণিত/ বিজ্ঞান/ বাংলা/ Spoken English
**শাহীন শিক্ষা পরিবার এর বাংলাদেশের যে কোন জেলা শাখায় সম্পূর্ণ বদলী ভিত্তিতে শিক্ষকতা করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করবেন। তবে নিজ জেলা ব্যতীত নিকটবর্তী জেলায় নিয়োগ হতে পারে।
**ট্রেনিং এর সময় : ২০ হতে ২৫ দিন। ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে ট্রেনিংকালীন সময়ের যাবতীয় খরচাদি কর্তৃপক্ষকে প্রদান করতে হবে।
**ট্রেনিংকালীন থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে।
**Job Requirements:
**স্ব-স্ব বিষয়ে পাঠদানে অথবা গণিত পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী পুরুষ অথবা মহিলাগণ আবেদন করতে পারবেন ।
**ইংরেজি বিষয়ে আবেদনের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা ভাল থাকলে ইংরেজিতে এম.এ. পাশ না হলেও চলবে।
**অনুরূপভাবে গণিত/ বিজ্ঞান/ বাংলায় দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ পাশ না হলেও চলবে।
**বাংলায় আবেদনের ক্ষেত্রে বাংলা ব্যাকরণে পারদর্শী হতে হবে।

**Other Benefits

**বেতন ও অন্যান্য সুবিধা:
**বেতন কাঠামোঃ
**বাংলাঃ ১০,০০০-১২,০০০/-
**ইংরেজিঃ ১০,০০০-১৫,০০০/-
**গণিতঃ ১০,০০০-১২,০০০/-
**বিজ্ঞানঃ ১০,০০০-১২,০০০/-
**Spoken English: ১০,০০০-১৫,০০০/-
**লিখিত, মৌখিক পরীক্ষা এবং ট্রেনিং কালীন সময় এ কর্মদক্ষতা নিরূপণ এর উপর নির্ধারণ করা হবে।
**নিয়োগপ্রাপ্ত হওয়ার পর পরবর্তী (ছয়) মাসের মধ্যে সফলভাবে দায়িত্ব পালন করতে পারলে অতিরিক্ত অর্থনৈতিক সুযোগ দেওয়া হবে।

***Apply Instructions:

লিখিত পরীক্ষা: ২৯ ই জানুয়ারী, ২০১৬ ইং।
লিখিত পরীক্ষার সময়: বিকাল ৩.০০ হতে ৫.০০ টা পর্যন্ত।
প্রবেশপত্র বিতরণ: ২৯ ই জানুয়ারী, ২০১৬ ইং। ২.৩০ মিনিট হতে ২.৫৫ মিনিট পর্যন্ত।
আবেদন ফরম পাঠনোর শেষ সময়: ২৮ ই জানুয়ারী, ২০১৬ ইং।

শ্রেণি পরিচালক নিয়োগ এর আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ভিজিট করুন: http://www.chakri.com/ckfinder/userfiles/files/AF-7.doc

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-
বরাবর চেয়ারম্যান,
শাহীন শিক্ষা পরিবার
বাসা # ১৫, রোড # ০৩, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা।

অতিরিক্ত তথ্য জানতে- ০১৬৮০-০৬৪১২৫
ওয়েবসাইট: www.shaheen.edu.bd

Job Deadline: Jan 19, 2016

No comments:

Post a Comment